Site icon Jamuna Television

সিলেট সিটি নির্বাচন: ২১ দফা ইশতেহার ঘোষণা আ. লীগ মেয়রপ্রার্থীর

ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট ব্যুরো:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার (১৭ জুন) দুপুরে সিলেটের একটি হোটেলে তিনি এ ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে সবুজ, স্মার্ট, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর তৈরির কথা বলেন তিনি। পাশাপাশি জলাবদ্ধতা, যানজট, হকারমুক্ত নগরী গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ মেয়রপ্রার্থী।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুচ্ছেনা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য আজিজুস সামাদ ডন, মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা৷

এএআর/

Exit mobile version