বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বললেন, অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়ার কারণ হচ্ছে বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের সামনে তুলে ধরা।
সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সমালোচনাও করেন জাপা চেয়ারম্যান। বলেন, জবাবদিহিতামূলক সরকার না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ সময় অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান জি এম কাদের।
/এমএন

