Site icon Jamuna Television

এবার গুগল লেন্স দিয়ে শনাক্ত করা যাবে ত্বকের সমস্যা

গুগলের ছবি শনাক্ত করার টুল গুগল লেন্স দিয়ে এবার ছবির পাশাপাশি শনাক্ত করা যাবে ত্বকের সমস্যা। ফলে ত্বকের সমস্যা ও কারণ সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যাবে। আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে এ সুবিধা ব্যবহার করা যাবে। সূত্র: টেক ক্রাঞ্চ।

গুগল লেন্সের মাধ্যমে ত্বকের সমস্যা জানার জন্য ফোনের ক্যামেরা চালু করে ত্বকের নির্দিষ্ট অংশের ওপর রাখতে হবে। ছবি তোলার পর গুগল লেন্স স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখবে ত্বকে কোনো সমস্যা রয়েছে কি না। এরপর ত্বকের সমস্যা বা রোগের নাম ও ধরন জানাবে। ফলে ত্বকে অ্যল্যার্জিজনিত র‍্যাশ বা ফুসকুড়ি উঠলে সেগুলোর ধরন ও কারণ সম্পর্কে সহজেই জানা যাবে।

গুগল লেন্সে ত্বকের সমস্যা চিহ্নিতকরণ সুবিধা চালু হলেও এটিকে প্রথাগত চিকিৎসার বিকল্প নয় বলে সতর্ক করেছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্য মতে, এ সুবিধা শুধু ত্বকের সমস্যা সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে ব্যবহারকারীদের সাহায্য করবে।

এটিএম/

Exit mobile version