বিশিষ্ট চিন্তাবিদ ও ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার বলেছেন, সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের অর্থ লুটপাট করেছে। মানবাধিকার লঙ্ঘনকারী এবং লুটেরাদের বিচার হবে। দেশের জনগণই একদিন এদের বিচার করবে।
শনিবার (১৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ইনসাফ কায়েম কমিটির ব্যানারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় ইনসাফ ও ন্যায়ের জাতীয় সরকারের দাবি করেন ফরহাদ মজহার। পাশাপাশি সরকারের পদত্যাগও দাবি করেছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ফরহাদ মজহার বলেন, তার বিরুদ্ধে করা মামলার বিচার জনগণ মানে না।
এই সমাবেশে বক্তারা বলেন, দেশ থেকে অর্থ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে সরকারের সুফলভোগীরা। সরকারকে দ্রুত পদত্যাগ করতে বলে সমাবেশে তত্বাবধায়ক সরকারের দাবি জানানো হয়।
/এমএন

