টানা পাঁচ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) সাড়ে ৬টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।
এদিকে, খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হয়। বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করান চিকিৎসকরা।
তার আগে, গত চার মে পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন বেগম খালেদা জিয়া।
/এমএন

