ধরেন, অনেকদিন পর দেশে ফিরছেন। আয়েশ করে বিমানে গা এলিয়ে চোখ দুটো বন্ধ করে আছেন। হঠাৎ চোখ খুলে দেখলেন আপনার পাশেই দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী! তখন অনুভূতিটা কেমন হবে?
তেমনটিই ঘটেছে গতকাল শুক্রবার (১৬ জুন) মধ্যরাতে সুইজারল্যান্ড থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে। নিরাপত্তার সকল বেড়াজাল ভেঙে যাত্রীদের অবাক করে দিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎফুল্ল যাত্রীদের কাছে বিষয়টি অনেকটা মেঘ না চাইতে অঝোর ধারায় বর্ষণের মতো।
এ সময় যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিরাপত্তারক্ষীদের দূরে সরিয়ে সাধারণ যাত্রীদের সাথে ছবিও তোলেন তিনি। বিমানে থাকা কাউকেই নিরাশ করেননি আওয়ামী লীগ সভাপতি। ছবি তোলার পাশাপাশি শিশুদের সাথে হ্যান্ডশেক করে তাদের আবদারও পূরণ করেছেন সরকার প্রধান।
গত ১৪ ও ১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিয়ে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যরা।
/এমএন

