Site icon Jamuna Television

চলমান সমস্যা হঠাৎ করে তৈরি হয়নি: আলী রিয়াজ

চলমান সমস্যা হঠাৎ করে তৈরি হয়নি। ইউক্রেনের কারণে জ্বালানি সমস্যা তৈরি হলে এতদিনে সমাধান হয়ে যেতো। এমন মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিঁটির ডিস্টিঙ্গুসিশড প্রফেসর আলী রিয়াজ।

শনিবার (১৭ জুন) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত চলমান বিদ্যুৎ সংকট নিয়ে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রফেসর আলী রিয়াজ বলেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে না উঠলে বিদ্যুৎ সংকট কাটানো যাবে না। আর, অর্থনৈতিক সংকট কাটাতে হলে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

আলোচনা সভায় জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, ক্যাপাসিটি চার্জের চুক্তিগুলো রাজনৈতিকভাবে পুনরায় আলোচনার উদ্যোগ নিলে ‘অলস’ বিদ্যুৎকেন্দ্রের বিল কমানোর সুযোগ আছে। বিদ্যুতের চাহিদা সঠিকভাবে নির্ণয়, জ্বালানি কূটনীতির মাধ্যমে কম মূল্যে আমদানির স্থায়ী চুক্তি, নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিয়ে পরিকল্পনার সুপারিশ করেন বক্তারা।

/এম ই

Exit mobile version