Site icon Jamuna Television

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: পরশ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ নেই এবং তা গ্রহণযোগ্য নয়। এ দেশের যুব সমাজ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (১৭ জুন) বিকেলে দক্ষিণ যুবলীগের ৭টি ওয়ার্ডের ইউনিট সম্মেলনে এ মন্তব্য করেন পরশ। বললেন, সংবিধান অনুযায়ী দেশের সবকিছু চলবে। স্বাধীনতা বিরোধী চক্র সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়ত দলের মধ্যে ঢুকে সংগঠনকে দুর্বল করে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পরশ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, সব চক্রান্ত প্রতিরোধ করা হবে। অনুপ্রবেশকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।

/এমএন

Exit mobile version