Site icon Jamuna Television

১৮ বছর পর স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

২০০৫ সালে দিনাজপুরের বিরামপুরে স্ত্রী হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি স্বামী ওয়াসিম আলী দুলালকে নাটোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৬ জুন) রাতে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার একডালা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫।

র‍্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ওয়াসিম আলী দুলাল দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার হাট গ্রামের মৃত নাসিম উদ্দিন মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ২০০৫ সালের ৩ জুলাই দিনাজপুরের বিরামপুর থানায় স্ত্রী হত্যা মামলা দায়ের হয়। শনিবার তাকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানানো হয়, পারিবারিক কলহের জেরে দুলাল তার প্রথম স্ত্রীকে হত্যা করে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকে ১৮ বছর সে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

/এমএন

Exit mobile version