Site icon Jamuna Television

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির নেগারি সেম্বিলান রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও নিহত হয়েছেন স্থানীয় একজন লরি চালক। গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

শনিবার (১৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলেবু জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৬ জুন) বিকাল সোয়া ৫টার দিকে স্থানীয় এক লরি চালক দুইজন বাংলাদেশি নাগরিককে নিয়ে নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বান জেলা থেকে জেলেবুর কুয়ালা ক্লাওয়াংয়ের দিকে রওনা হয়। পথিমধ্যে বুকিত তাঙ্গা নামক একটি সড়কের মাঝামাঝি পৌঁছানোর পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে লরিতে থাকা দুই বাংলাদেশি ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে চালক ও এক বাংলাদেশির মৃত্যু হয়। এতে গুরুতর আহত আরেক বাংলাদেশিকে স্থানীয় জেলেবু হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলেবু হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে পুলিশ জানিয়েছে।

এএআর/

Exit mobile version