Site icon Jamuna Television

গুজরাটে ব্যাপক ক্ষয়ক্ষতির ছাপ ফেলে গেছে ‘বিপর্যয়’, অব্যাহত ভারী বৃষ্টিপাত

সাইক্লোন ‘বিপর্যয়’ এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের গুজরাটে। এতে উপড়ে পড়েছে রাজ্যের পাঁচ হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি। এখনও অন্ধকারে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। খবর এনডিটিভির।

এদিকে, ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দ্রুত সেগুলো অপসারণে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। এ পরিস্থিতিতেই আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন ভুক্তভোগী মানুষরা।

দেশটির জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সাইক্লোনটি সময়ের সাথে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে ভারী বৃষ্টিপাত। গুজরাটের মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগে প্রাণ হারিয়েছেন দু’জন, আহত ২৩ অধিবাসী।

এদিকে, এনডিআরএফ সদস্যদের সহযোগিতায় উদ্ধার পেয়েছেন ১২৭ জন। রাজ্যটিতে ধীরে হলেও স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। কর্মচাঞ্চল্য বেড়েছে সমুদ্র বন্দরেও।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গুজরাটের ভূখণ্ডে আঘাত হানে সাইক্লোন ‘বিপর্যয়’। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছিল এক লাখের বেশি মানুষকে।

এসজেড/

এসজেড/

Exit mobile version