Site icon Jamuna Television

উগান্ডার স্কুলে চালানো হামলায় প্রাণহানি বেড়ে ৪১

উগান্ডার স্কুলে চালানো মর্মান্তিক হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪১ জনে। গুলি ছোঁড়ার পর পুড়িয়ে দেয়া হয় ৩৮ শিক্ষার্থীকে। কর্তৃপক্ষের দাবি, আরও ছয়জনকে অপহরণ করেছে বিদ্রোহীরা। খবর সিএনএন এর।

শুক্রবার (১৬ জুন) সীমান্তের কাছেই এল-হুব্রিধা মাধ্যমিক স্কুলে চালানো হয় হামলা। এর পেছনে আইএস মতাদর্শে বিশ্বাসী অ্যালিড ডেমোক্র্যাটিক ফোর্স বা এডিএফ জড়িত এমনটা সন্দেহ করছে পুলিশ।

এ ঘটনায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারালো অস্ত্র আর রাইফেল নিয়ে স্কুল প্রাঙ্গনে ঢোকে একদল দুর্বৃত্ত। আবাসিক হলেও হামলা চালায়। এলোপাতাড়ি গুলি ছোঁড়ার পাশাপাশি ধারালো অস্ত্র চালাতে থাকে তারা। এক পর্যায়ে কেরোসিন ঢেলে ধরিয়ে দেয়া হয় আগুন।

এখনও এ হামলার মোটিভ সম্পর্কে জানা যায়নি কিছু। ২০১০ সালে রাজধানী কাম্পালায় জোড়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাতে প্রাণ যায় ৭৬ জনের।

এসজেড/

Exit mobile version