Site icon Jamuna Television

রাজা হিসেবে প্রথম জন্মদিন পালন তৃতীয় চার্লসের, অংশ নেন ‘ট্রুপিং দি কালার’ আয়োজনেও

ব্রিটেনের রাজা হিসেবে প্রথম জন্মদিন পালন করলেন রাজা তৃতীয় চার্লস। প্রথমবারের মতো ‘ট্রুপিং দি কালার’ আয়োজনে যোগ দিলেন রাজা। শনিবার (১৭ জুন) তার জন্মদিন উপলক্ষ্যে বাকিংহাম প্যালেসে ছিল মনোমুগ্ধকর এ প্রদর্শনী। খবর সিএনএন এর।

এদিন ৭৪ বছর বয়সে পা দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে গোটা আয়োজন উপভোগ করে রাজপরিবার।

এ আয়োজনে রাজার সম্মানে ফ্লাইপাস্টে অংশ নেয় ৭০টি বিমান। এরপরই পদাতিক বাহিনী উপস্থাপন করে মনোমুগ্ধকর প্যারেড। এতে অংশ নেয় ৮ হাজার সেনা সদস্য, ২০০ ঘোড়-সওয়ারী এবং ৪০০ মিউজিসিয়ান।

গত মাসেই মহা আড়ম্বরে হয় তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। আর এরপরই ব্রিটেনের রাজ্যভার কাঁধে তুলে নেন তিনি।

এসজেড/

Exit mobile version