Site icon Jamuna Television

জার্মানির কবর থেকে পাওয়া গেল ৩ হাজার বছরের পুরোনো চকচকে তলোয়ার

জার্মানির একটি কবরে প্রায় ৩ হাজার বছরের পুরনো একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান মিলেছে যা এখনও অক্ষত এবং চকচকে রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা বিস্ময় প্রকাশ করে বলেন, দেখে মনে হচ্ছে এটি কেউ সংরক্ষণ করে রেখেছে। খবর দ্য গার্ডিয়ানের।

ওই কবরে একজন নারী, পুরুষ এবং এক বালকের হাড় পাওয়া গেছে। সেখানে ব্রোঞ্জের আরও কিছু সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানা গেছে। পুরনো কবরটিতে থাকা এই তিনজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করেছেন, শুধু প্রদর্শনের জন্যই নয় বরং সত্যিকারের অস্ত্র হিসেবে এটি ব্যবহার হতো। তবে তলোয়ারটি কার ছিল, সে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version