Site icon Jamuna Television

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার

জাল টাকাসহ গ্রেফতারকৃত মো. শিহাব।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।

রোববার (১৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার (১৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিহাবের দেহ তল্লাশি করে মানিব্যাগের ভেতর থেকে ২০ হাজার এবং দোকানদারকে দেয়া ৯ হাজারসহ মোট ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই সময় অজ্ঞাতনামা ২-৩ জন কৌশলে পালিয়ে যায়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার হাট-বাজারে জাল টাকা ব্যবহার করে আসছে তারা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদক মামলাসহ দুটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এএআর/

Exit mobile version