Site icon Jamuna Television

৩২ বছর পর মুক্তি পেলেন ২৬ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

৩২ বছর সাজা ভোগ করার পর মুক্তি পেলেন ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া (৭৩)। মুক্তি পেয়ে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে শাহজাহান তার বাকি জীবন চালানোর জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

রোববার (১৮ জুন) বেলা পৌনে ১২টায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জল্লাদ শাহজাহান বেরিয়ে আসেন।

এ সময় জল্লাদ শাহজাহান বলেন, আমার একটি বোন ও ভাগ্নে আছে। কিন্তু জেলে আসার পর তাদের সাথে কখনও দেখা হয়নি। শুধু ফোনে কথা হয়েছে।

এখন কারাগার থেকে বের হয়ে কোথায় যাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আসলে জানি না কোথায় যাবো। যাদের সাথে এতদিন ভালো আচরণ করেছি বা ভালো সম্পর্ক ছিল তাদের সাথেই যেতে হবে।

২৬ জনের ফাঁসি কার্যকর করে মুক্তি পেয়ে নিরাপদ বোধ করছেন কিনা, এমন কথার জবাবে তিনি বলেন, আমার হুকুমে তো ফাঁসি কার্যকর করা হচ্ছে না। রাষ্ট্রের হুকুমে করা হচ্ছে। যাদের ফাঁসি হয়েছে, তারা তো প্রেসিডেন্টের কাছেও ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, প্রতিটি ফাঁসি কার্যকরের সময়ই কিছুনা কিছু আবেগ থাকে। যে যত বড় অপরাধই করুক না কেন, যখন সে মৃত্যুর মুখে পতিত হয়, তখন সবারই মায়া লাগে।

কারা সূত্র জানায়, শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামী খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামী হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনকে জনের ফাঁসি দিয়েছেন।

১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় তাকে। শাহজাহান ভূঁইয়ার বাড়ি নরসিংদীর পলাশ থানার ইছামতী গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

এটিএম/

Exit mobile version