Site icon Jamuna Television

বাদশাহর অতিথি হয়ে হজ করবেন বিশ্বের ১৩০০ ব্যক্তি

বাদশাহ সালমান। ছবি: সংগৃহীত

পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের আমন্ত্রণে চলতি বছর হজ পালন করবেন বিশ্বের ৯০ দেশের ১ হাজার ৩০০ ব্যক্তি। তার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ হজ করে থাকেন। যার সমস্ত ব্যয়ভার বহন করে সৌদি সরকার। খবর আরব নিউজের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন। এর মাধ্যমে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে।

এদিকে চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনি হজযাত্রীর জন্য এ বছরের হজ পালনের ব্যবস্থা করার নির্দেশ দেন বাদশাহ সালমান।

যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অপরদিকে, সেনেগাল থেকে সুযোগ পাওয়া হজযাত্রীদের প্রথম দলের মোট ৫৫৪ জন মক্কায় পৌঁছেছেন।

এএআর/

Exit mobile version