Site icon Jamuna Television

১২ দফা দাবিতে অবরুদ্ধ যবিপ্রবি ভিসি

স্টাফ করেসপনন্ডেন্ট, যশোর:

১২ দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৮ জুন) দুপুর থেকে প্রফেসর ড. আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে।

এর আগে, শনিবারও তারা পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। পরে যবিপ্রবি ছাত্রলীগও এই কর্মসূচিতে যোগ দেয়।

শিক্ষার্থীরা বলছেন, সেমিস্টার ফি কমানো এবং দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবিতে তারা বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

এ ব্যাপারে যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের যে দাবিগুলো তার এখতিয়ারের মধ্যে পড়ে সেগুলো তিনি দেখবেন। কিছু দাবি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন। সেই দাবি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। আর লিফট স্থাপনের বিষয়টি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। লিফট বুঝে নেয়া কমিটি সেটি বুঝে নেয়ার পর স্থাপনের নির্দেশ দেয়া যেতে পারে। তার আগে কিছু করার নেই।

এটিএম/

Exit mobile version