Site icon Jamuna Television

ইরান-সৌদি সুসম্পর্কে ইসরায়েল মর্মাহত: রঈসি

ইরান-সৌদি সুসম্পর্কে মর্মাহত ইসরায়েল। রোববার (১৮ জুন) তেহরান সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি। খবর রয়টার্সের।

কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর এটিই সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের প্রথম সফর। শনিবার তিনি তেহরান পৌঁছালে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা ইস্যু জোরদারের লক্ষ্যে আসে ঐক্যবদ্ধ ঘোষণা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জানানো হয়, তেহরানে শিগগিরই সৌদি দূতাবাস চালু করা হবে। দীর্ঘ সাত বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল দুই দেশের। মে মাসে চীনের মধ্যস্থতায় তেহরান-রিয়াদের মধ্যে গলে বরফ। ৭ জুন আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে দূতাবাস চালু করেছে ইরান।

/এমএন

Exit mobile version