Site icon Jamuna Television

ভারতে তীব্র দাবদাহে ৭২ ঘণ্টায় ৯৮ জনের প্রাণহানি

প্রচণ্ড তাপদাহে পুড়ছে ভারত। গেল তিন দিনে হিটস্ট্রোকসহ গরমজনিত নানা রোগে দুই রাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৮ জন। উত্তর প্রদেশে ৫৪ এবং বিহারে ৪৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। হাসপাতালে ভর্তি আরও কয়েক’শ রোগী। খবর ইন্ডিয়া ট্যুডের।

শনিবার (১৭ জুন) বিহারে সর্বোচ্চ ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২৪ জুন পর্যন্ত রাজ্যটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণহানি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে ঘটছে প্রাণহানির ঘটনা। উদ্বেগজনক হারে বেড়েছে হার্টঅ্যাটাক, ডায়রিয়া ও পানিশূন্যতার মতো রোগ। মাত্র ৭২ ঘণ্টায় বিহারে পঞ্চাশের কাছাকাছি এবং উত্তর প্রদেশে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও কয়েক’শ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে। হাসপাতালে এসি ও এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে ডাক্তার ও প্যারামেডিক স্টাফের সংখ্যা।

চিকিৎসকরা বলছেন, মৃতদের মধ্যে বেশিরভাগের বয়সই ৬০ বছরের বেশি। তাই অতি জরুরী প্রয়োজন ছাড়া প্রবীণদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশুদের ক্ষেত্রেও অবলম্বন করতে বলা হয়েছে বিশেষ সতর্কতা। বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।

এপ্রিল, মে এবং জুন মাস জুড়ে তীব্র গরম থাকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লিসহ ভারতের বেশ কিছু রাজ্যে। তবে বিগত কয়েক বছর ধরে অসহনীয় সেখানকার পরিস্থিতি। আরও কয়েকদিন তীব্র দাবদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মধ্যপ্রদেশ, বিহারসহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড গরমের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

এটিএম/

Exit mobile version