Site icon Jamuna Television

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

ঈদের ছুটি একদিনে বাড়িয়ে ২৭ জুন দেয়ার সুপারিশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, সারাদেশে ২৪টি স্থানকে ঈদের যানজটের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোববার (১৮ জুন) কোরবানির ঈদের নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ও পশুর হাটে ওয়াচ টাওয়ার থাকবে। এবার ৪ হাজার ৩৯৯টি কোরবানির পশু বিক্রির হাট বসবে। সেখানে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাটে জোর করে যেনো পশু না নেয়া হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, লঞ্চের ধারণ ক্ষমতার বাইরে কোনো যাত্রী তোলা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যানজট নিরসনে বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে অস্থায়ী ক্যাম্প থাকবে পুলিশের। ঈদে পোষাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেয়ার আহ্বান জানানো হয়েছে। ঈদের বেতন ভাতা ছুটির আগেই দিতে হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না।

/এম ই

Exit mobile version