Site icon Jamuna Television

আদালতের তিন তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্ত্রীর করা যৌতুক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতের তিন তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুর রাজ্জাক রনি (২৬) নামে এক পুলিশ কনস্টেবল।

রোববার (১৮ জুন) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

ওই আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের ১ মার্চ কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে তিথি আক্তার বন্যা বাদী হয়ে স্বামী কনস্টেবল আব্দুর রাজ্জাক রনির বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে এনে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন-২ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয় পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপোষ মীমাংসার চেষ্টা করেন। বিচারক মীমাংসার জন্য সময় দেন। এক পর্যায়ে যুবক তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

ওই আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি বলেন, বিচারক আপোষ মীমাংসার কথা বললে বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হয় না। এক পর্যায়ে তিনি এজলাস থেকে বেড়িয়ে বারান্দায় গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ইউএইচ/

Exit mobile version