ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য, অসহনীয় জানজট এবং সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (১৮ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ ঘরে ফিরবে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করবে আরও প্রায় ৪ কোটি মানুষ। তারা যাতে নিরাপদ ও স্বচ্ছন্দে চলাচল করতে পারে এজন্য ঈদের ছুটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু হোক।
রোজার ঈদের মতো কোরবানি ঈদেও মহাসড়কে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং বেশি ভাড়া যেন আদায় করতে না পারে এজন্য দায়িত্বশীলদের সজাগ থাকার অনুরোধ করেন মোজাম্মেল হক। একইসাথে রাস্তার ওপর পশুর হাট ও ফুটপাত দখলমুক্ত যেন থাকে এ বিষয়েও সজাগ থাকতে অনুরোধ করা হয়।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঈদের ছুটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে করার সুপারিশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এছাড়া সারাদেশে ২৪টি স্থানকে ঈদের যানজটের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
/এমএন

