পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মাজেদ আলী (২৬) কুষ্টিয়া জেলার খুকসা থানার খদ্দো সাধোয়া গ্রামের মালেক প্রামানীকের ছেলে। সে তার মামা মিঠুনের সাথে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন।
সুজানগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দিপু মন্ডল জানান, মাজেদ তার মামার সাথে মোটরসাইকেলযোগে সুজানগর হয়ে কাজিরহাট দিয়ে ফেরিপার হয়ে ঢাকায় যাবার কথা ছিল। রোববার সকালে ঢাকা যাবার পথে তাদের মোটরসাইকেলটি পাবনা-সুজানগর সীমান্তবর্তী সুজানগর উপজেলার বান্নাইপাড়া নামক স্থানে পৌঁছালে বালু বোঝাই ট্রাকের পাশ দিয়ে যাবার পথে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেলের দু’জন আহত হয়।
তিনি বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাজেদকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহতের স্বজনরা জানান, মাজেদ তার মামা মিঠুনের সাথে ঢাকায় বোর্ড মিস্ত্রির কাজ করতেন। কয়েক দিনের ছুটিতে বাড়ি আসেন মামা-ভাগ্নে। ছুটি শেষ হওয়ায় মামার বাড়ি পাবনা শহর থেকে একসাথে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা।
ইউএইচ/

