স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে নানি ও নাতনির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার শফিকুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (১৩) ও তার নানি ঝালকাাঠি জেলার নলছিটি থানার কান্ডপাশা গ্রামের ইউনুস তালুকদারের স্ত্রী মোসা. বেবি বেগম (৫৫)।
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, সানজিদা আক্তার শিরিরচালা এলাকার হাজী নুরুল ইসলাম মডেল একাডেমিতে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। রোববার দুপুরে স্কুল ছুটির পর নানির সঙ্গে বাসায় ফিরছিলেন। এ সময় নরসিংদী জেলার মনোহরদী থানার অর্জন চর গ্রামের সুলতান ফরিকরের ছেলে মো. শুভ মিয়া ও ময়মনসিংহের ভালুকা থানার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে সাব্বির (২৬) নানি ও নাতনির ওপর পেট্রোল অথবা অকটেন জাতীয় দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তারা গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি জানান, দগ্ধ সানজিদা আক্তার ও অভিযুক্ত মো. শুভ মিয়া সৎ ভাইবোন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/

