Site icon Jamuna Television

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ১৯ জুন শুরু হচ্ছে জিলহজ মাস। সে হিসেবে ২৭ জুন হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে। খবর খালিজ টাইমসের।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই-ও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই তিনটি দেশে চাঁদ দেখা যায়নি রোববার (১৮ জুন)। আর তাই আগামী ২৯ জুন এসব দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

আরবি চন্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা পালন করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, হিজরি ১৪৪৪ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষের দেয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

/এমএন

Exit mobile version