হাত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করায় মঈন আলীকে জরিমানা

|

টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মঈন আলী। অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছেন তিনি। চলমান এজবাস্টন টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা খেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। সঙ্গে একটি ডি মেরিট পয়েন্টও পেয়েছেন।

মঈন আলী এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৯তম ওভারে বোলিং করতে আসার আগে হাত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করেন। যা নীতি বিরুদ্ধ। তিনি আইসিসির বিধির ১ নং ধারার ২.২ প্রতিবেদন অনুযায়ী দোষী হয়েছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আম্পায়ারদের আগেভাগে না জানিয়ে স্প্রে করেই বিপদে পড়েছেন মঈন। অ্যাশেজ শুরুর আগেই দুই দলের খেলোয়াড়দের আম্পায়াররা জানিয়ে দিয়েছিলেন, পূর্বানুমতি ছাড়া খেলোয়াড়েরা হাতে কিছু দিতে পারবেন না। তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিশ্চিত হয়েছেন যে, মঈন শুধু হাত শুকানোর জন্য স্প্রে নিয়েছেন। বল টেম্পারিংয়ের জন্য নয়। মঈন দোষ শিকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি বলে জানিয়েছে আইসিসি।

লেভেল ওয়ান মাত্রার আচরণবিধি ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিক তিরস্কার, ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা ও একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করতে পারেন ম্যাচ রেফারি। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে পয়েন্টগুলো সাসপেনশন পয়েন্টে পরিণত হয় এবং খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply