ঝিনাইদহে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে আলমগীর জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আলমগীর জোয়ার্দ্দার চাঁদপুর গ্রামের আসাদুর জোয়ার্দ্দারের ছেলে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুস্মিতা সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পনেরোর এক ধারায় আলমগীর জোয়ার্দ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে পুকুর খনন বন্ধ করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply