Site icon Jamuna Television

নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে নেশন্স লিগে তৃতীয় ইতালি

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগ তৃতীয় হয়ে শেষ করলো ইতালি। ডাচদের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে রবার্তো মানচিনির দল।

ফেডরিকো ডিমার্কো ও ডেভিড ফ্রাত্তেসির গোলে ২০ মিনিটের মধ্যেই ২-০’তে এগিয়ে যায় ইতালি। ৬৮তম মিনিটে ব্যবধান কমান ডাচ ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। তবে চার মিনিট পর ফের ইতালির দুই গোলের লিড পুনরুদ্ধার করেন ফেদেরিকো কিয়েজা।

৮৯তম মিনিটে জর্জিনিয়ো ভেইনালডামের গোলে আবারও ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় নেদারল্যান্ডস। তবে ৯ মিনিটের যোগ করা সময়ে শেষ পর্যন্ত তৃতীয় গোলের দেখা পায়নি ডাচরা। ফলে নির্ধারিত সময়েই ৩-২ গোলের জয় নিয়ে নেশন্স লিগের তৃতীয় স্থান ধরে রেখে ব্রোঞ্জ জিতেছে ইতালি।

এই পরাজয়ে চাপ বেড়েছে লুই ভ্যান হালের স্থলাভিষিক্ত হয়ে ডাচ ডাগআউটে আসা রোনাল্ড কোম্যানের উপর। নেদারল্যান্ডসের দায়িত্ব নেয়ার পর ৪ ম্যাচের মধ্যে এটি তার তৃতীয় পরাজয়।

আরও পড়ুন: মদরিচদের স্বপ্নভঙ্গ, সিমোনের বীরত্বে স্পেনের নেশন্স লিগ জয়

/এম ই

Exit mobile version