Site icon Jamuna Television

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ, ব্যস্ত মেয়র প্রার্থীরা

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন আজ। ইতোমধ্যেই প্রচার-প্রচারণায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন দুই সিটির মেয়র প্রার্থীরা।

নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন রাজশাহীর জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। অন্যদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নিয়মিত নগরীর গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ করেছেন। জনগনের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের আশ্বাস দিয়েছেন মেয়র প্রার্থীরা।

এদিকে রোববার সিলেট সিটি নির্বাচনে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচিত হলে সিলেট শহরকে একটি আধুনিক নগরীতে পরিণত করার আশ্বাস দিয়েছেন মেয়র প্রার্থীরা।

এটিএম/

Exit mobile version