Site icon Jamuna Television

লালমনিরহাটে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট:

বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে নদীর ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতোমধ্যে আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাটেও পানি উঠেছে। তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে।

জেলা প্রশাসন জানিয়েছেন, তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিচু এলাকায় পানি ঢুকছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেয়া হবে। জরুরি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতন আছে জেলা প্রশাসন।

/এম ই

Exit mobile version