এবারের ঈদুল আজহায় ছুটি বাড়বে কি না, এর ঘোষণা আসবে আজ। সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ।
এর আগে, আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদে ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দিয়েছে। আর তাই পবিত্র ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহায়ও টানা ৫ দিনের ছুটি মিলতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
এদিকে, মন্ত্রিসভায় একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে ঈদের ছুটি হবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচদিন।
/এমএন

