Site icon Jamuna Television

অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া

নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ ও আধুনিকায়নের ওপর জোর দেবে উত্তর কোরিয়া। সর্বোচ্চ নেতা কিম জং উন’র নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠকে আসে এ সিদ্ধান্ত।

রোববার (১৮ জুন) শেষ হয় উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের তিনদিনব্যাপী সম্মেলন। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, প্রতিরক্ষা জোরদারই ছিল অন্যতম এজেন্ডা। এছাড়াও গুরুত্ব পায় নজরদারি স্যাটেলাইট ইস্যু। গতমাসেই ব্যর্থ হয় পিয়ংইয়ংয়ের গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ মিশন। এই প্রকল্পের সাথে জড়িতদের সমালোচনা করা হয় শীর্ষ কর্মকর্তাদের এ বৈঠকে। ব্যর্থতার কারণ নির্ধারণ করে দ্রুত সফল অভিযানের নির্দেশনাও দেয়া হয়। তবে কবে নাগাদ দ্বিতীয় চেষ্টা করা হবে জানানো হয়নি।

মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ওপর নজরদারির লক্ষ্যে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রকল্প হাতে নিয়েছে পিয়ংইয়ং।

এটিএম/

Exit mobile version