Site icon Jamuna Television

পাকিস্তানে বাড়ির ছাদে গরু পালন, নামানো হয় ক্রেনে!

বহুতল বাড়ির ছাদে গরু! অদ্ভুত শোনালেও পাকিস্তানের করাচিতে বিষয়টি খুবই স্বাভাবিক। বন্দর নগরীতে জায়গার অভাবে অনেকেই বাড়ির ছাদে পালেন গবাদি পশু। কোরবানির আগ-মুহূর্তে ক্রেন ব্যবহার করে নামানো হয় এসব গরু। যা দেখতে ভিড় জমান স্থানীয়রা, দূর-দূরান্ত থেকে আসেন বহু দর্শনার্থী।

মূলত, ঈদুল আজহার এক-দুই সপ্তাহ আগে ছাদ থেকে নামানো হয় গরুগুলো। এরপরই এগুলোকে নিয়ে যাওয়া হয় কোরবানির পশুর হাটে। যে কাজের জন্য ব্যবহৃত হয় ক্রেন। আর এ দৃশ্য দেখে আনন্দিত হয় শিশুরাও।

এ নিয়ে স্থানীয় খামারি সৈয়দ আইজাজ হাসান বলেন, এবার ৭টি গরু লালন-পালন করেছি। মূলত, ঈদুল-আজহায় কোরবানি দেয়াই মূল লক্ষ্য। ঈদের আগ মুহূর্তে কোরবানির পশুর দাম বহুগুণে বেড়ে যায়। কাছাকাছি সময় কেনাটা দুষ্কর। তাই ছয় মাস আগে সাশ্রয়ী মূল্যে কিনেছি গরুগুলো।

পাকিস্তানে চলমান অর্থমন্দায় বিপাকে খামার মালিকরা। গত বছর থেকেই কমেছে ছাদ খামারের সংখ্যা। তাছাড়া বিনিয়োগের অভাবে অনেকে খামারের পরিসরও ছোট করেছেন। ২৯ জুন দেশটিতে পালিত হবে ঈদুল-আজহা। সেই উপলক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে পূর্বপ্রস্তুতি।

এসজেড/

Exit mobile version