Site icon Jamuna Television

আল ইত্তিহাদে যোগ দিলেন কান্তে, ফ্যাব্রিজিও রোমানোর দাবি

ছবি: সংগৃহীত

ইউরোপ ছেড়ে সৌদির ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এনগোলো কান্তে। এ খবর নিশ্চিত করেছেন স্কাই স্পোর্টস ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

গুঞ্জন ছিল, সৌদি আরবেই পাড়ি জমাবেন এনগোলো কান্তে। অবশেষে সেটাই সত্যি হল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন কন্তে। তাছাড়া, ইমেজ স্বত্ব ও কমার্শিয়াল থেকে আরও আয় করার সুযোগ পাবেন তিনি।

ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। এছাড়াও ২০২১ সালে ইংলিশ ক্লাব চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তিনি। কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন করিম বেনজেমাও।

/এম ই

Exit mobile version