Site icon Jamuna Television

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

সোমবার (১৯ জুন) সকাল পৌনে ১২টা থেকে ১টা পর্যন্ত কোনাবাড়ী বাইমেইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পুলিশ জানায়, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ করে রাস্তা অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

এ বিষয়ে ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার এডমিন অফিসার বজলুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতি মাসের বেতনের সাথে ওভারটাইম দেয়া হয়। কিন্তু গত মাসে সমস্যার কারণে ওভারটাইম দেয়া হয়নি। যার কারণে শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।

ইউএইচ/

Exit mobile version