Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের মধ‍্যে ২০-২৫ রাউন্ড ফায়ার করা হয়।

এ ঘটনায় ইমান হোসেন (১৮) নামে এক আরএসও সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে রোহিঙ্গারা তাদেরকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এসজেড/

Exit mobile version