সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে সড়কের পাশে অবস্থান নিয়েছেন আবু সাইদ পলাশ নামে এক যুবক। দুর্নীতির বিরুদ্ধে বুকে প্ল্যাকার্ড ও আশেপাশে বাঁশের খুঁটি বসিয়ে আরও কয়েকটি প্ল্যাকার্ড প্রদর্শন করছেন তিনি। পলাশ ধামইরহাট উপজেলার চক ময়রাম গ্রামের বাসিন্দা।
সোমবার (১৯ জুন) সকাল ১০টা থেকে অবস্থান নেন তিনি। তাকে ঘিরে সাধারণ মানুষ জড়ো হচ্ছেন সেখানে। অনেকেই তার প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছেন। অন্যায়ের প্রতিবাদ করতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।
আবু সাইদ পলাশ বলেন, জমি রেজিস্ট্রি করতে গিয়ে তিনি নিজেও হয়রানির শিকার হয়েছেন। আদালতে মামলা পরিচালনায় ও জমি রেজিস্ট্রি অফিসে নাগরিককে দলিল লেখার অধিকার দিয়ে আইন সংশোধনের দাবি করেন তিনি।
ইউএইচ/

