কোরবানির বর্জ্য মাত্র আট ঘণ্টার মধ্যেই অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বললেন, বর্জ্য অপসারণ কার্যক্রমে ১১ হাজার কর্মী মাঠে থাকবে। নিজেও মাঠে থাকার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ জুন) সকালে রাজধানীর এক হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শিরোনামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কুরবানির পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য ৯ লাখ পরিবেশবান্ধব পলিব্যাগ বিতরণ করা হবে। এই পলিব্যাগ মাংস ঢুকিয়ে ফ্রিজে রাখার জন্য নয়, বর্জ্য রাখার জন্য।
অনুমোদন ছাড়া কোথাও যেন হাট বসতে না পারে সেদিকে খেয়াল রাখার কথা জানান এই মেয়র। বলেন, কোরবানির হাটে নগদ অর্থ লেনদেনে ঝুঁকি কমাতে ডিজিটাল লেনদেনের জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।
/এমএন

