Site icon Jamuna Television

বিশেষ সম্মাননা হিসেবে মুশফিককে ১০ লাখ টাকা দিলো বিসিবি 

ছবি: সংগৃহীত

বিশেষ সম্মাননা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে দশ লাখ টাকা পেয়েছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউই পাননি।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুশফিক একদিন আমাকে বলেছিল খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।

/আরআইএম

Exit mobile version