Site icon Jamuna Television

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ শেখ (২০) ও ওসমানপুর গ্রামের মো. আসলাম এর ছেলে সুমন (২৯)।

শনিবার (১৮ জুন) দিবাগত রাতে খোকসা পৌর ৪নং ওয়ার্ডের ভূমি অফিস এলাকায় ঘটে এ ঘটনা। ওই এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতরা তাণ্ডব চালায়। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার ও আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে পরদিন রোববার ব্যবসায়ী অসিম পাল বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দায়ের করেন। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ঘণ্টার ভেতর ২ জনকে গ্রেফতার করে খোকসা থানা পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, পুলিশ ১২ ঘণ্টার মধ্যে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version