Site icon Jamuna Television

গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ৩০০ পাকিস্তানির মৃত্যুর আশঙ্কা

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় ৩০০ পাকিস্তানি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএনের।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার (১৪ জুন) ডুবে যাওয়া নৌকা থেকে ১২ জন পাকিস্তানিকে জীবিত উদ্ধার করা হয়। তবে সবমিলিয়ে কতোজন পাকিস্তানি ওই নৌকাটিতে ছিলেন, তা নিশ্চিত হতে পারেনি প্রশাসন।

গত সপ্তাহে লিবিয়ার সমুদ্র বন্দর তবরুক থেকে যাত্রা করেছিল নৌযানটি। বুধবার গ্রিসের পাইলোস উপকূলে তা ডুবে যায়। পাকিস্তানের পূর্ব পাঞ্জাব ও উত্তর- পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে প্রতিবছর অবৈধভাবে ইউরোপে পাড়ি জমায় দেশটির হাজার হাজার বাসিন্দা।

এরইমধ্যে, আলোচিত এ দুর্ঘটনার পর ১০ মানবপাচারকারীকে আটক করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে ৯ জনকে ধরা হয়েছে পাকিস্তানশাসিত কাশ্মীর থেকে। অপর পাচারকারী আটক হয় গুজরাটে।

/এসএইচ

Exit mobile version