Site icon Jamuna Television

পারেদেসের দুর্দান্ত গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। তবে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বুলেট গতির শট জালে জড়ালে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

লিওনেল মেসি-ডি মারিয়া, ওটামেন্ডিকে ম্যাচের আগেই বিশ্রাম দেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুধু এরাই নয় এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টারকে বিশ্রাম দিয়ে একাদশ সাজান এই মাস্টারমাইন্ড।

নিজেদের ঘরের মাঠ গোলারো বুং কার্নো স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য জানায় ইন্দোনেশিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণে একক আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। মুহুর্মুহু আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না নিকয় গঞ্জালেস, হুলিয়ান আলভারেজরা।

ম্যাচের ৮ম মিনিটে বাঁ দিক দিয়ে গঞ্জালেজের বাড়ানো বলে ফাকুন্দা বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিয়ে শট করতে পারেননি। এরপর ১৪তম মিনিটে আলভারেজ ও গঞ্জালেজ মিলে দুর্দান্ত একটি আক্রমণ করলেও ইন্দোনেশিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় সেযাত্রায়ও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

ম্যাচের ৩৮তম মিনিটে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ডি বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির শট খুঁজে নেয় জালের নিশানা। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তারা।

/আরআইএম

Exit mobile version