Site icon Jamuna Television

ইমার্জিং এশিয়া কাপের দলে সৌম্য সরকার

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই থেকে। শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আরও ৪ জনকে। তবে টাইগারদের ১৫ সদস্যের দলে চমক দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার সৌম্য সরকার।

গত ঢাকা প্রিমিয়ার লিগ একদমই ভালো কাটেনি সৌম‍্যর। তবে শেষটায় ভালো করেন তিনি, খেলেন ১০২ রানের ইনিংস। সব মিলিয়ে ১২ ম‍্যাচে ১১ ইনিংসে ২৬.৬৩ গড়ে করেন ২৯৩ রান। ওই সেঞ্চুরির বাইরে ফিফটি কেবল একটি।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জেতা দলের অনেক খেলোয়াড়ই ডাক পেয়েছেন ইমার্জিং দলে। আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ কয়েকজন ক্রিকেটারও।

বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।

Exit mobile version