ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডের বাকচুয়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় শান্ত (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকেলে দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে একই গ্রামের রামপ্রসাদ দাসের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে শান্ত তাদের প্রতিবেশী আলমের নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে সে সদ্য নির্মিত দেয়ালের ওপর উঠে নিচে লাফ দিলে দেয়ালটি তার ওপর ভেঙে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, মাথায় ইটের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
হরিণাকুন্ড থানা অফিসার ইনচার্জ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে হরিনাকুন্ড থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইউএইচ/

