Site icon Jamuna Television

আয়ারল্যান্ডকে হারিয়ে ওমানের ইতিহাস

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আইসিসির পূর্ণ সদস্য দল আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ওমান। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওমানের এটি প্রথম ওয়ানডে জয়। তবে সব মিলিয়ে তাদের এটি ২২তম জয়।

সোমবার (১৯ জুন) জিম্বাবুয়ের বুলাওয়েতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রাইন মিলে যোগ করেন ৫১ রান। বিলাল খানের বলে স্টার্লিং ২৩ আর ফয়েজ বাটের বলে ম্যাকব্রাইন ফিরলে বিপাকে পড়ে আইরিশরা। এরপর দ্রুতই বিদায় নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

এরপর হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে প্রতিরোধ গড়েন। তবে টাকারকে ফিরে যেতে হয় ২৬ রানে। ডানহাতি এই ব্যাটারের বিদায়ের পর টেক্টর ৫২ এবং জর্জ ডকরেল অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে আয়ারল্যান্ড।

ছবি: সংগৃহীত

২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই জাতিন্দার সিংকে হারায় ওমান। দ্বিতীয় উইকেট জুটিতে ওমানকে টানেন কাশাফ প্রজাপতি ও আকিব ইলিয়াস। হাফ সেঞ্চুরির পর ৫২ রানে আকিব ইলিয়াস আর কাশাফ সাজঘরে ফেরেন ৭২ রানে। অধিনায়ক জিসান মাকসুদ ৫৯ আর মোহাম্মদ নাদিম ৪৬ রান করে ওমানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। তাতে প্রথমবারের মতো ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারায় ওমান। ম্যাচ সেরা হয়েছেন জিসান মাকসুদ।

/আরআইএম

Exit mobile version