Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৫, আহত ৯০

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। সোমবার (১৯ জুন) জেনিনে শরণার্থী শিবিরে আরেক দফা অভিযান চালায় ইহুদি বাহিনী। সেই হামলায় আহত হয়েছেন আরও ৯০ জন। নিহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের অভিযানে হেলিকপ্টার থেকে ছোঁড়া হয়েছে মিসাইল। তেল আবিবের অভিযোগ, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ছোঁড়ে ফিলিস্তিনিরা। আগুন লেগে যায় বেশ কয়েকটি গাড়িতে। সংঘর্ষে আহত হয় সাত ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ।

গত দেড় বছর ধরে পশ্চিম তীরে অভিযানের নামে আগ্রাসন ও ধরপাকড় বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ১৬১ ফিলিস্তিনির। প্রাণ গেছে ২১ ইসরায়েলিরও।

এসজেড/

Exit mobile version