Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক হামলায় নিহত ২০ হাজার

যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক সহিংসতায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) দেশটির গান ভায়োলেন্স আর্কাইভ জানায় এ তথ্য। খবর বিবিসির।

গত রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মোট ৩১১টি ম্যাস শ্যুটিংয়ের তথ্য লিপিবদ্ধ করেছে সংস্থাটি। মোট প্রাণহানির সংখ্যা ১৯ হাজার ৮০৮। আহত হয়েছে ১৬ হাজার ৮৯৭ জন। নিহতদের মধ্যে ৮২৭ জনের বয়স ১৭ বছরের নিচে। আহতদের মধ্যে এ সংখ্যা ২ হাজারের বেশি। কমপক্ষে ৪ জন হতাহত হয়েছে এমন হামলার ঘটনাগুলো অন্তুর্ভুক্ত করা হয়েছে এ তালিকায়।

বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের বাস যুক্তরাষ্ট্রে। অথচ সব দেশের বেসামরিকদের হাতে থাকা অস্ত্রের ৪৬ শতাংশই রয়েছে মার্কিন নাগরিকদের হাতে। ব্যক্তি মালিকানাধীন অস্ত্র ও ম্যাস শ্যুটিং উভয় ক্ষেত্রে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

এসজেড/

Exit mobile version