Site icon Jamuna Television

পশ্চিম তীরে চালানো হামলাকে ‘সন্ত্রাস বিরোধী অভিযান’ আখ্যা দিলেন নেতানিয়াহু

দখলকৃত পশ্চিম তীরের জেনিনে চলা আগ্রাসনকে ‘সন্ত্রাস বিরোধী অভিযান’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের শত্রুদের দমনে শক্তিপ্রয়োগ চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। খবর রয়টার্সের।

এ নিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে দমনের উদ্দেশ্যে শক্তিপ্রয়োগ করি আমরা। গত কয়েক মাস ধরে রেকর্ড সংখ্যক সন্ত্রাসীকে আটক ও হত্যা করা হয়েছে। গতকালও জেনিনে অভিযান চালিয়েছে আমাদের সেনারা। সন্ত্রাসীদের গোপন আস্তানা ধ্বংস করেছে।

এর আগে সোমবার (১৯ জুন) জেনিনে শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার সেনারা। সেই হামলায় নিহত হয়েছে ৫ জন, আহত আরও ৯০ জন। গত দেড় বছর ধরে পশ্চিম তীরে অভিযানের নামে আগ্রাসন ও ধরপাকড় বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ১৬১ ফিলিস্তিনির। প্রাণ গেছে ২১ ইসরায়েলিরও।

এসজেড/

Exit mobile version