স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারীকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা রাতে উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার হেরেন্ড পাড়ার বাদশা মিয়ার ছেলে মো. জনি (২৩)।
পুলিশ জানায়, প্রায় ১ মাস পূর্বে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পিয়ন ও আয়া পদে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগকে কেন্দ্র করে লাউহাটি ও হেরেন্ড পাড়া গ্রামের মানুষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যার দিকে হেরেন্ড পাড়ার জনি লাউহাটি বাজারে একটি দোকানে যায়। পরে জনিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলে হামলাকারীরা চলে যায়। গুরুতর আহত জনিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।
ইউএইচ/

